দোয়ার চাতালে দয়ার মাহফিলে ফুল ফোটালে,
কুতুবদিয়ায় কুদরতি ঝড়ে-
কোন অভাগা ঝরে!
আমি তো বেকুব গভীর মুশকিলে
কতশত কিলে নির্ঘুম পাহারায় সংঘাতে পল্টন
মারিবে 'হামুন'!
বলতে কি পারি, শোন মহাজন, একটু থামুন!
২৬শে অক্টোবর ২০২৩
নোট : হামুন, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড়, ২৪শে অক্টোবর ২০২৩ তারিখে চট্টগ্রাম, কক্সবাজার উপকূলে আঘাত হানে এবং বিশেষভাবে কুতুবদিয়া দ্বীপ প্রাণহানিসহ বেশ ক্ষতিগ্রস্ত হয়।