পেলে কি 'জলের গান', দেখলে তো- একদিকে চলে;
একতারায় সুরতান, 'আনন্দ' এর বিনিময়ে
প্রজ্ঞার কলমে কি কথা বলবার ছিলো ছলে!
এ ঘাটে বহুকাল চরায়ে
ঘাঁটি ঘটিবাটি গুটিয়ে- ফের, খোঁজ চলে প্রাণ।
বাংলা যে সীমানা মানে না।
উজ্জ্বল বিকিরণ, মানস তার বাউল, 'জাতের কি রূপ?'
যদি মানো সে ভাব অপরূপ,
যদি মানো নৃবিজ্ঞান- মুক্তি দাও পরাধীন প্রাণ।
একতারায় বাজাও মানবতা প্রজ্ঞার শাসনে ;
শিল্পকলা, সবকলা খেয়ে- বাংলার বসনে
নবশৈলীর কলা নিবে কি?
হয়তো ধরে রাখতে পারো নব সভ্যতার বাতি।
তখন না হয় স্বজন ভেবে ডাকবো তোমায় জ্ঞাতি।
১১ই সেপ্টেম্বর ২০২৩
পটভূমি: বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘জলের গানে’র সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাসার স্টুডিওতে ৯ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে গিয়েছিলেন ফ্রান্সের সফরকারী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জনাব ম্যাক্রোঁ গান শোনার পাশাপাশি একটি কলম উপহার দেন এবং রাহুল বিনিময়ে একতারা উপহার দেন।