বেশ শীত,
একটা জ্যাকেট, নতুন অন্তর্বাস.. তার নীচে আমি কীট...
একটা জামা চাই।
এসেছি তাই, চাইয়ের মার্কেটে;
বড় বড় বস্তায়, খালি হয় সস্তায় মিট এন্ড মেট ব্রান্ডে।
বিশ্ব চাখার নি:স্ব গতরে,
সংসদ ভবনগুলো কুয়াশায় ঢেকে,
ঢাকা টু নিউইয়র্ক-ওয়াশিংটন
মানববন্ধন ফুটপাত ধরে,
টাইতে নট ওই ট্যাক্সের লোককে বয়কট,
প্রাণবন্ত চুনোপুঁটিরা রঙিন ঘাই মারে- ছোট্ট চাই।
একটা জামা চাই!
ফ্যাশন নয় জামা চাই,
ছোট্ট একটা জামা চাই, দুর্ভিক্ষে ক্ষীন থেকে ক্ষীনতর তনুটির জন্য...
শুভ রাত্রি।
১২ই ডিসেম্বর ২০২৩
নোট: 'মিট এন্ড মেট' নামে কোনো ব্রান্ড আদতে বিশ্বের ফ্যাশন বসন বাজারে আছে কিনা জানা নেই।