কালো দৈত্যদের বাড়ি ঐ আকাশে ওড়ে...
হঠাৎ যেন আসমান হারায়।
ভয়ের তীব্রতায়
উচ্চস্বরে সূরা-কলেমায়
সারা জমিন ধরে মা'য়েদের সচকিত বিস্তার
অশনি সংকেতে
বাংলার বালক ব্যস্ত লুকোতে মায়ের আঁচলে।
বেড়েই যায় চর্চার গুড়গুড় কাছে দূরে বিজলির কলে।
দস্যুর বেশ ধরে সাগরে ক্রুর হাসিতে
বিকট আর্তনাদে এইতো ভেঙে পড়েছে মনে হয়
জাতীয় ফলের গাছ উঠোনশোভা মুখলোভা কাঁঠাল
ঘূর্ণিতে উত্তর-দক্ষিণ-পূব-পশ্চিমের বায়ু
ওপড়াল গৃহস্তের ঐতিহ্যের গোপাল ভোগ;
আম কুড়োবার ছেলেবেলা শেষ হলো...
মন আমার ধীরে ধীরে বিদ্রোহী
দৌড়ে ছুটে উঠোনে
প্রিয় কুকুর কালুর তালাশে...
নিরাপত্তার অকৃত্রিম সংগ্রামী বন্ধু থাকুক পাশে,
বেঁচে থাকি একসাথে লড়ে।
৯ই জানুয়ারি ২০২৫