স্বদেশী কম চিনি
দেশে কোন অধিবাসী 
কইতরের পাতা দেখে হাসি।

আয় ভাই আয় স্বদেশী
অভিমান কেন ফের জ্বালায়
আয় আয় দূত- দুধ মেখে হাসি।

"এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।"

১৬ই আগস্ট ২০২৩

কৃতজ্ঞতা: "এখন না কব কথা"- বরণ্য কবি নবকৃষ্ণ ভট্টাচার্য।