কনুই ঠেলে হাডুডু খেলে
ঝগড়া ফ্যাসাদে কাটে মাঠদিন, তবুও রঙিন, মনটা মেঘে
বলাকা স্বাধীন ভাসে উড়ে
চ্যাং মাছ ঠ্যাং ধরে কাদায় ডুবোয়ে মোষের দল শান্ত অবিচল
পাক হানাদার ডুবোয়ে মারে।
বাপরে বাপ! মরুতে লু হাওয়া
বাংলার সাগরে ভিজে, তেজ শেষ করে মৌসুমি হয়ে নামে
উদোম লাল সবুজের ছটায় স্নান
নীল, গেরুয়া, ছাঁই বিক্ষিপ্ত টান।
সবুজই স্বাধীন রং, চাষারাই মান, সুতোয় বুনন সু-মহান!
"দুইজন মিলে মেট্রিক পাশ।
মানে, ও পড়িলো ফোর পযন্ত..আর আমি পড়িলাম ছয় ক্লাস।"
১১ই জুলাই ২০২৩
কৃতজ্ঞতা: " দুইজন মিলে মেট্রিক পাশ", নড়াইল-যশোর-খুলনা এলাকার লোকগানের গীতিকার, সুরকার ও প্রখ্যাত দোতরাবাদক গুরুপদ গুপ্তের জনপ্রিয় আঞ্চলিক রম্য গান।