পানি ফুটে গেছে, পানি ফুটে গেছে-
চায়ের পানি!
বন্ধ করো চুলা অতি তাড়াতাড়ি।
গিন্নীর তাড়া খেয়ে গ্যাস নবে ফটাস চাপ-
দ্বিতীয় বার্নারে।

এতদিনেও কিচ্ছু শিখলো না-  গাধার বাপ!

কেনো প্রিয়া, একটা অন করে তারপর অন্যটি;
বলেছেন সদানন্দ কবি মধুমতী।

এ তো অপচয়, কে করে না ঠাউর!
কে বোঝে না সঞ্চয়!

কে বোঝে না, কে বোঝে না- প্রশ্ন চাউর;
কল্পের কবি, না নিত্য প্রেম-বিরহের সাথী।

৫ই সেপ্টেম্বর ২০২৩