নতুন বাগ্মী, পুরনো বয়ানের কুক্কুট ধ্বনি ;
অবরুদ্ধ বঞ্চনার বাঁধ-ভাঙা শাহীবাগ দাবীতে মুখরিত ;
চিঁড়েতে ভেজে না নাগরিক,
তাদের তিলে তিলে গড়া খাটুনি।
শান্ত সাগর, দূরদেশ হতে আগত কপট দরবেশ;
পাষণ্ডী হাতে,
খুঁচিয়ে খুঁচিয়ে উত্তেজনা ছড়ায়...
দড়ি ছিঁড়ে,
ক্রোধান্বিত ড্রাগন ধাবিত এখন পাহাড় চূড়ায়।
অগ্নি-অঙ্গার তার নিয়ন্ত্রণ ছাড়া,
ফুলকিতে পোড়াতে চায় তাবত জনপদ..
আকাশে মেঘের বিস্ফোরণ; প্রকৃতিও বেঈমান!
শঠতার সকল শকট খুলে-
চারদিকে জলের অনল।
ভাসছে বাংলা, কবলে শয়তানের, খাচ্ছে খাবলা।
তাপসীর স্নিগ্ধ প্রার্থনায় অগ্নি ধীরে নিভে যাবে..
শ্যামল গাঁয়ে ছাইয়ের বিভীষিকা আর কতো!
সাহায্যে পাঠানো ড্রাগনের কিছু আপদকালীন ডিম,
কুক্কুট দিচ্ছে তা' আগামীর;
বিরতির কিছুদিন- স্বভাবের চেঁচানি।
২৬শে আগস্ট ২০২৪