বালুর সৈকতে রাস্তারদাগ টিকে না;
মহান সাগর-সময়ের ঢেউ, ঢেউতে মুছে যায়।
তারপরও আগন্তুক এলে অভিযানে-
দু:সাহসী তাকে বলি আসতে দাও,
চোরাবালিতে আটকে দাও, ভাসতে দাও, ডুবতে দাও!
জমবে জমে পলি, জীবনের মহিমায় এ'মাটি হবে খাঁটি;
শেকড়ের গভীর টানে,
ভবিতব্যে বটবৃক্ষের পল্লবে তাকে যাবে চেনা।।
১৬ই জুন ২০২৪