একদম নয় রসিকতা
এই রমজানে সাহায্য চাই আন্তরিকতা
উন্নয়নে পল্লীর পথঘাট আর রাজধানীতে সদরঘাট
শিল্প কারে বলি গ্রাম করে খালি
টাকা ঝিমোয় কোষাগারে
যেমন যানজটে রাজধানী ঢাকা মানজটে
আয়-রোজগারে কর্মজীবী সংসারে উটকো
কর্ম আটকে গাড়ির খাঁচায় চ্যাপ্টা শুঁটকো
কোন পানি কার পাণি প্রাণটানি বা মানহানি
জানে মন্ত্র মাত্র ক'জন দরবেশ মহাজন
পথ আছে নেই পানি
ক্ষেত আছে ক্ষেতি নেই
শ্রম আছে বিদেশ গেছে
নয়তো ডলারের পুকুরের মতো
সবুজ উজাড় করে ভেসে থাকে বিচিত্র
মিলিয়ে মিলিয়ে দশ গুনো তবে মিলিয়ন-বিলিয়ন
বাজার আছে দাম আছে
কোষাগারে টাকা আছে মূল্য নেই
নিয়ম আছে নিভে যায় নিয়ন তবে
ক্ষুধার দুপুরে খদ্দের নেই
আমাদের জয়নুল ফিরে আসে ক্যানভাসে
যেমন সিংহলে চাল-চূলো নেই
ডলারের পুকুরগুলো টং এর মতো
সুযোগে ডিগবাজি উল্টো টিলা হয়ে ভাসে
আর আমার গ্রাম ভাসে যখন বর্ষা আসে।।
নড়াইল, ১৩ই এপ্রিল ২০২২