এই ডিজিটাল সময়ে অধিকাংশ পাঠক এর পাঠের সময় ডিজিটাল পাঠে ঝুঁকে গেছে।
কবির এই কবিতাটি পাঠে কবির কোনো আর্থিক প্রাপ্তি নেই। তবে পাঠকের খরচ আছে। তাকে ইন্টারনেট সেবা কিনতে হয়।
আমরা বোধ হয় পাঠের মাধ্যমের পরিবর্তনের একটা সময়ে চলছি। অনেক বইয়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। ঢাকায় থেকেও বইমেলায় যেতে পারিনি বা যাওয়া হয়নি; যেভাবেই বলি।
এই আসরে, এডমিনের পোস্ট করা অনেক নামকরা কবির কবিতার চেয়ে আপনার বা আসরের অন্য কবির কবিতা পড়ে বেশি সময় দেই। কারণ, এঁরা আমার সময়ের, আমার মনের কথা বলেন।
দু'দিন পর হয়তো, কবির এই সুন্দর কবিতাটি পড়বো না; আমার পছন্দনীয় কোনো শিল্পীর গলায় পাঠ শুনবো।
তবে আমি কবিদের সম্মিলনে গিয়েছি। কারণ, আড্ডার সুযোগ এবং আড্ডাই উপভোগ করি বেশি। যেমন, এই কবিতার (আড্ডার) আসরে থাকা।
প্রজ্ঞাবান কবির জন্য অনেক ভালোবাসা ও শুভেচছা।