বর্ষায় ঘোলা জল, শীতে স্বচ্ছ তল,
ঘোলাটে ভাব থাকতেই হবে- ধূলোয় একাকার!
বাতাসে ধূলো, আকাশে ধূলো,
ভাবনায় ধূলো, চেতনায় ধূলো,
বাজারে ধূলো, নির্মাণ ধূলো,
বিনিময়ে ধূলো,
বুকিং এ ধূলো,
টাকায় ধূলো, পকেটে কি ধূলো ছিলো!
কিষাণী বলে, সবাই ভাবছে ভুল!
রাখতে কূল, এ যে খুদ কুড়ানির কুলোর ধূলো।
শুভ রাত্রি।
৩রা জানুয়ারি ২০২৪