দৌড় দৌড়
আগে পিছে চেয়ে
খেয়ে দেয়ে নেয়ে দৌড়
দৌড় দৌড়

ও-ই টানে কোন টানে
ও-ই কানে কেন টানে দৌড়
দৌড় দৌড় রে রে দৌড়

আগে পিছে চেয়ে দৌড়
পিপাসায় ছাতি ফাঁটে মোর
উন্নয়নে জাতি প্রতিযোগী জ্ঞাতি
ও-ই কানে কেন টানে দৌড়
দৌড় দৌড়

শুকনো রুটি সরু কটি
সংগ্রামে ছুটি নিয়ে দা-বটি দৌড় দৌড়
ফুটে বাজি কয়লায় সাজি
আমি পাজি তুমি কাজি
দৌড় দৌড়

বড় নাও হাটে উঠে গাঁও
রেশন লাইন নতুন আইন
আছে নীতি তুমি-আমি নীতি
সাগরে যাবো না কবরে
পিছে থাক সরোবর
সামনে ছুট বরাবর
নতুন কবরে দৌড় দৌড়

কালো টাকা আটকে তুমি-আমি কার ট্রাকে
পারিনা পড়িনা সটকে
দালানকোঠা গগনচুম্বী
খাড়া তরবারি দেখাই 'ভি'
দৌড় দৌড়
সাগরে যাবো না কবরে দৌড় দৌড়

স্যালুট ইংরেজ আমি বাংরেজ
স্যালুট সুলতান মাটি মাখিয়ে চেয়ে থাকে মুলতান
দৌড় দৌড়, আগে পিছে না চেয়ে দৌড়

চলে দিন চলে রাত
কে হবে কাত
কার যাবে জাত
রান রান পিছু ছুটে বাণ
দৌড় দৌড়
রে রে দৌড়, আগে পিছে না চেয়ে দৌড়।।

নড়াইল, ২রা জানুয়ারি ২০২২