দড়ি কাটা গরু ধরি
জ্যন্ত সম্পদ সময়ের আপদ আপনার করি
নিজ গৃহে বাঁধিব তারে চুরি করে
দড়ি কাটা গরু ধরি
জ্ঞানের সম্পদ সময়ের আপদ আপনার করি
গৃহস্তের ঘরে ফিরাইব তারে সেই নিজেরে
চোরেরা হাসে চোরা কাজে
রাখালেরা হাসে ভালোবেসে
কে সে রাখাল কোথায় আমার দড়ি
দড়ি কাটা গরু ধরি
এই নিখিলে বিশ্ব শিখিলে চোরাদের বজ্রধ্বনি
অন্যায় হবে ন্যায় জ্ঞানপাপীর বর্ণনায়
শুনি সে ধ্বনি
কাছিমের গতি ক্ষীণ ন্যায় বাণী
সময় কেটে কেটে
লড়ে লড়ে বেগবান হবো শক্তিমান
যেভাবে ঊষার আলো ধীরে ফোঁটে
ফুটবো আমি আধার ফুঁটে নিজকে টুঁটে।।
নড়াইল, ৮ই ফেব্রুয়ারি ২০২২