ইতিহাস খুঁড়ে হাড্ডিসার চেতনা;
চেতনাগুলো গুলিয়ে কুয়াশায়
স্মৃতিপটে ভাসে অঝোর কান্নায়,
কেঁপে ভাসে স্কন্ধ শীতার্ত সংশয়ে
খুঁজে খুঁজে দ্বন্দ্বগুলো
হিমেল দোলে নজর কাড়ে প্রতিযোগী হাওয়ায়;
কেউ ভয়ে দোলে
কেউ উচ্ছ্বাসে অগাধ প্রাপ্তির অবোধ উচাটনে
এ চিত্রপটে দেখি,
দেশপ্রেমে শিহরিত কারোর ঘাড় কিম্ভুত কাঁপনে;
ভয়ার্ত অপমানে মুখচ্ছবি কারো জুতার মালায়
অথবা এই শীত উৎসবে
গলের আশ্রয় অভিনন্দিত হয় মৌসুমি গাঁদা ফুলে।।
২৪শে ডিসেম্বর ২০২৪