দৃষ্টি এখন পূবের দিকে।

মৌসুমি হাওয়ায়
দারুণ মৌসুম ভরসায়
সেকেলে ঘরানায় ভেজা গায়ে সেকেলে ধারণায়
ধোলাই খালের জলদেবতা
টেনে কপি কলে মাথার ওপর ছেড়ে দিলো ছলাত জল;

তাতে কি আমার
যন্ত্রের পাওয়ার চোখে ফিকে বাহবা'র
অথবা বিরহের জল করে ছলছল?

৩রা জুন ২০২৪

ধোলাই খাল: বর্তমানে রাজধানী ঢাকার পূবে সপ্তদশ শতকের প্রাচীন শহররক্ষা ও গুরুত্বপূর্ণ স্রোতস্বিনী, যা মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ে এখন বিলীন। এটি একটি জনপদের নামও বটে। যেখানে যন্ত্র তৈরি, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম মেরামতের বহু প্রতিষ্ঠান রয়েছে। তবে, ধোলাই শব্দটি কথ্য বাংলায় বেদম প্রহারও বোঝায়।

কপিকল: ইংরেজি ভাষায় পুলি। ভার উত্তোলনের আদিম যন্ত্র; মানব সভ্যতার শুরু থেকে এখনো পর্যন্ত এই প্রকৌশল প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ও টিকে আছে।