পন্য তোমার ধন্য হবে,
বাগানটা তোমারই রবে;
আমার বীজে ফসলী তেজে- নাও ছুটাবে। 

চেনা বন্দরে দিতে হবে নতুন খাজনা,
সেথা চোখে চোখ রাখে সামন্ত;
এ বন্দরে একদা তোমার সমাজ ছিলো অচেনা প্রত্যন্ত-
হেথায় শান্তির ধামে রেখেছো স্বজনেরে।
প্রতিযোগী জাত ভেবে
গলা ফুলিয়ে চলছে গর্জন; বন্দরের মহাজন!

যাবে যদি ভিন্ বন্দরে, পথে আছে ডুবোচর!
যাবে ভিন্ন হাটে-
কাঁটা যে বিছানো আছে পথে!

এভাবেই চলে খেলা গোল্লাছুট- 
যারে পাই তারে ছুঁই...
দোদুল্যমান...পেন্ডুলাম
নিজেই গড়িয়ে গোল- বাঁধা আছে অদৃশ্য,
অস্পষ্ট সুতোয়,
সময় ভয়াল, সেদিকেই খেয়াল.. চলছে দোল।

১৬ই সেপ্টেম্বর ২০২৩