বাবার কিছু টাকা ছিলো
মায়েরও ছিলো- এলাম হেথায়
ঘুরতে পাড়ায় আড্ডা দিলাম চৌরাস্তার মোড়ে
কোথায় কথায় বেরিয়ে এলো
দাদা হতে দাদার-দাদা দিন কাটাতো খলসে বিলের হালে
যেথা ফসল ফলে
এবং বেচবে তারে লবনটানায় পানসুপারির গালে
মালে মালে রড ঢুকিয়ে সিমেন্ট চালায়
বড্ড জ্বালায়...
দোকান ভাড়া হবে!
শুভ রাত্রি।
২রা অক্টোবর ২০২৩