চারিদিকে ঢেঁড়স
নীচ দিকে সব ফল, শুধু আংগুল উর্ধ্বমুখী
আমিও তাই চাই সখী
যতই হও বারবি
তুমি না দূর্গা দেবী
আমারে সাথে নিও, যদিও জন্মে কর্মে বাঁদরমুখি।
আমি তো সেই বাঁদর
মুখে নেই চাদর, ছাড়া থাকি
তাইতো নেই কদর।
ঐ-যে দৈত্য চার দেয়ালে বাড়ে
নেই তার লিংগ, শেকলে শেকলে
বেঁকে বেঁকে শুঁকে শুঁকে চরে, তোমায় ঘিরে
সময় ভেলা নিয়ে যাবে নতুন ঘরে
সে কি!.. মখমলে জ্বলজ্বলে
"কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোনদিন
যেও ভুলে, আমায় যেও ভুলে"
৮ই আগস্ট ২০২৩
কৃতজ্ঞতা: "...আমায় যেও ভুলে"- গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়, কন্ঠে জনপ্রিয় শিল্পী চিত্রা সিং।