ধর্মের চিত্র
ধর্মের আচার এবার মানচিত্রে।
ভূমার পর্বত-নদী জলাশয় নয়
ভীড় ঘিরে চির ধরে চৈত্রের মাঠ
জলবায়ু-প্রাণবায়ু ও বিশ্বাস নিয়ে টানাপোড়েনের সংঘাত
ফাঁটলে পঞ্চ-ষড় বহুভুজে নতুন সীমানার পাঠ
বেলেহাজ পন্ডিতেরা মুখোশ ছেড়ে
সাগরেদ যত বাড়ে
ঝান্ডা উড়িয়ে ক্লাস ছেড়ে সীমার পিলার নাড়ে
আমি ধড়িবাজ জরিপকারী
তীর্থের ব্যবসার ইতিহাস-ঐতিহ্য ধরে ধরে আঁকি
মহাফাঁকিতে হরেক ভূ-কেন্দ্র।
আপনি কোন কেন্দ্রে?
এই নিন আপনার মহান মানচিত্র!
২৮শে এপ্রিল ২০২৪