চারিদিকে কুয়াশা তাড়ায় বাতাস, শব্দের স্রোত,
সুগন্ধি ছড়িয়ে শর্ষের ক্ষেত,
ঘুম তাড়াতে চায়...

গত ক'দিনের ওয়াজ নসিব-
সন্ধ্যা রাতভরে; থেমে গেলে উঠেছে জ্বলে
সব পূজামণ্ডপ।

জ্যাকেটে মুড়া
মাফলার-টুপি-পাঞ্জাবি ছেড়ে
মণ্ডপে চলে, নাচে গানে দেবীর বন্দনা...

প্রেমের এই ফাগুনে
মুখরিত রাত, গ্রাম লোহাগড়ার বসন্তের রাত।।

রাত ১১ঃ৩০, লোহাগড়া, নড়াইল
১৬ই ফেব্রুয়ারী ২০২১