১.
মা বলেন, ঘুমের ঘোরেই নাকি
যায় চলে অনেকে।
কাউকে না বলে, কী বলেন!
যাক, আজটা ভালো.. গভীর ঘুমে সকাল হলো।
২.
মরার ঘুমে অলস আমি।
যাক জেগেছি, পাখির ডাকে-
কিচিরমিচির; বাচ্চাটিও কান্না করে।
সারাদিন তো লেগেই আছে খেচর মেচর!
৩.
গতকাল তো সুখ-দুখের স্মৃতিগুলো
ছিলো ভালো,
একদম নয় এলোমেলো।
আজ-কাল-পরশু...আজ-কাল-পরশু..
ধন্য..বাদ...ধন্যবাদ...ধন্য... শুভসকাল।
৩০শে জুলাই ২০২৩