আমার দেশ- মধুমতীর জলে ধোয়া বঙ্গ।
আর এক দেশ- গলিত দেহজলে ধোয়া কঙ্গো
লুমুম্বা আর দু'জন
আরও আরও জন, চরে এ ভুবন।

মধুমতীর জলে স্নান- তবুও অস্পৃশ্য;
ক্রীতদাস-ক্রীতদাসী,
মৌসুমি দানবীয় হাসি- আমরা ভালোবাসি!
গলায় গলায় শিকলে শিকলে দেশগুলো দখলে
আর নেতাগুলো দানবীয় লকেটে-
দোল দোল, মজার গোলে শিশুগুলো- দোল খ্যালে!

৫ই এপ্রিল ২০২৩

পটভূমি: কঙ্গোর স্বাধীনতার আকাঙ্ক্ষার মহান স্থপতি মহাত্মা লুমুম্বাকে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পৃষ্ঠপোষাকতায় কঙ্গোর সেনাবাহিনী দ্বারা ১৯৬১ সালের জানুয়ারিতে নৃশংসভাবে হত্যা এবং তার মৃতদেহ এসিডে পুড়িয়ে নিশ্চিহ্ন করা হয়।

অনুপ্রাণিত ও উৎসর্গ: প্রিয় কবি প্রণব লাল মজুমদার এর ৫ই এপ্রিল ২০২৩ তারিখে এ আসরে প্রকাশিত 'হয়তো দেখতে হবে' কবিতাটি পাঠে অনুপ্রাণিত ।