অনেকদিন, অনেক বছর পড়ে থাকায় ঘুনে ধরা,
ঠেস দেওয়া- এই পড়লো বলে!
তালা মারা ঘরের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা।
গাঁয়ে ফিরতে চাই!
রাজধানী বা শহরের বাজারে আগুন।
আটকে পড়ে হাটে, দাম খুইয়েছে বেগুন।
চৌকাঠ বা কাঠের খিলান পাল্টেই ঘরে ফিরবো-
তার সাথে একটু রঙ চড়ালে নতুনই লাগে।
কাঠের আয়ু বেশী।
কাঠের দাম কি বেগুনের মতো?
২৫শে নভেম্বর ২০২৩