বিপ্লব ঝড়ে
সরে যেতে স্মৃতিচিহ্নগুলো-
ধাক্কায়,
আগলে রাখতে চায় ক্ষত, আবেগের শক্তিগুলো।
প্রতিক্রিয়ায় জাতির দেয়ালে পড়ছে ছাপ;
হাজারো গ্রাফিতি অংকনে,
তুলিতে জল ছেড়ে।
চঞ্চল গতির নবীন শিক্ষানবিশ প্রাণগুলো,
জনপদ ত্যাগের ব্যথিত ভাবনায় বিষন্ন ভীষণ;
সামান্য দাবি,
নামাঙ্কিত হোক কিছু স্থাবর।
হারানো বেদনাগুলো যদি ঘুরে আসে,
বেঁচে থাকা সহস্র 'সাঈদ' এর বুকে 'মুগ্ধ' চিত্তে,
বারংবার বাংলায় আসবে শ্রাবণ, "পানি লাগবে পানি.."
২১শে আগস্ট ২০২৪