পুতুলের ঘর, রান্না-চা-পানি
এক চামচ চিনি, ছিলাম পাশে।
কন্যা মোর বড় আদুরে; ডেকেছিলাম তারে মা।

আলতা পায়ে কে রাঙালো ঘর
হলো তোলপাড়; রাঙা এক বউ, ছেলের হাত ধরে।
কে আপন কে পর, আহ্লাদে ডাকি তারে মা।

চোখ বুঝলেই কোল খুঁজি
সকাল-সাঝে মংগল মতে বুঝি, মনের দোল।
ডেকে যাই প্রাণ ভরে, ডেকে যাই তাঁরে মা।

ভেতরে আসে, বাহিরে ধায়;
বাতাস ভর দিয়ে মায়ের আঁচল ঢেউ খেলে যায়।
আরো মা ডাকে চড়ুই-শালিক
জীবন ফেরে, মায়া সে ঝিলিক
বাতাসে বলে দেয়, ডেকে চলো তারে মা।

১৬ই মে ২০২৩