ধর্ম যারযার, দেশের ভাগ যারযার
তন্ত্র শুধু পতাকার
সবারই অঞ্চলপাতা প্রেম- রুবি আর পপি
উপরে দোহাই
কেমন আছো সেপাই
জাপানিজ ডিশে ইংলিশ অম্লের ফাঁকি
বারবার তলে তলে চলছে এবার চীন ভারতের দাওয়াই
আফিমে খুশি
স্বদেশে জাতপাতে বিদ্বেষে কে না খুশি
বাঁশখালির রোহিঙ্গা খালি
আনন্দের গিটে গিটে সাগরতটে দীর্ঘশ্বাস খালি!
সাশ্রয়ে আশ্রয়ে পোতাশ্রয় খালি
আরও খালি বোকা বঙ্গের ঐক্যের মুষ্টি খালি
বন্দরে কালাদান
নায়ে বিষ্ণু ভগবান
অন্দরে অন্দরে চালান
হীরক জোছনায় যদি চলে চাঁদের সাম্পান...
৩১শে জানুয়ারি ২০২৪
নোট : রুবি- মায়ানমারের মূল্যবান জেম পাথর, পপি- অপিয়াম পপি , কালাদান বন্দর- মায়ানমারের কালাদান নদীর মোহনায় ভারতীয় বিনিয়োগে কলকাতা-মিজোরাম ট্রানজিট বন্দর, চাঁদ- চাঁদ সওদাগর।