দৈত্যের দৌরাত্ম্যের তীব্র রেসিংএ
ধীরে ধীরে চৈত্রের আকাশে দৃশ্যমান ধূসর কুন্ডলী;

হে স্ব-শৃংখলিত দৈত্য,
বিশ্বাকাশে কতটুকু এগুতে পারো!

ছোটখাটো শৃংখলে আমায় ধরে
বিসর্জনে গুলিয়ে এমিবার মতন
তরলিত দৈত্য চেহারায়, ধাবমান বহরের
সময় বাহারে দিক-শৃংখল উল্টেপাল্টে
খোঁজে নব নব নিরূপায়;
ধরাছোঁয়ার বাইরে অসহায় আর কে কে এখনো এখন স্বাধীন বিচরণে ধরনীতে..

বাঁধো তারে বন্ধনীতে...

১৩ই এপ্রিল ২০২৪