ভোর হলো, খেলা হলো শুরু!
চড়ুই ডাকে- লাফিয়ে এ ডালে ও ডালে
থাকে তারা- আমাদের চাতালে ;
কি মধুর ডাকগুলো!
একটু পরেই হবে শুরু- দেওয়ালে দেওয়ালে
গলাবাজ, ধড়িবাজ, সৃষ্টিবাজ, থালাবাজ.. পেশিবাজ
হাতুড়ির বাড়ি খেয়ে বাতাস আমাদের- কাঁপিয়ে গুরু গুরু!

২৪শে মার্চ ২০২৩, সকাল