নুন আনতে পান্তা ফুরালেও
স্বপ্নের ডালি কি শেষ হবার?
রসে টান পড়লেই তেল পেঁয়াজের রসনার,
আগুন জ্বলে দাউদাউ।
এই রাজত্বে নাগরিক-রাজা সবাই মিলে সোচ্চার,
সিন্ডিকেট হটাও...
ঠাকুরমার ঝুলির ডাইনীর শঙ্কা মনে জাগায় আতংক;
অথচ দেশ-সমাজ আবহমান কেচ্ছার।
এবং, নাগরিকের রাজা শশাঙ্ক,
টিপে টিপে মারবে ডাইনীসব ভয়ংকর।।
২৯শে জুন ২০২৪
শশাঙ্ক: প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের সার্বভৌম, জনপ্রিয় ও সফল রাজা।