যেথা রয় আগের পুরুষ, দেহের ছাই
কোথা শুয়ে বাপদাদা
জানা কার দায়।
যদি জানি তো আমাকে চিনি
সাঁওতাল, হিন্দু, বৌদ্ধ, মুসলিম কে হয়।
যেভাবে জানে সভ্যরা- ও' কারা
কে দেয় ঐশ্বর্য, কে দেয় সভ্যতা।
ঐতিহ্যের জ্ঞানের অবজ্ঞায় কার দায়।
এই কি প্রজ্ঞা, প্রভুর দান যদি করি ক্ষয়!
কে দেবে মুক্তি, কার দায়;
পদযুগল নিজ শিকলে আটকাই।।
নড়াইল, ২২শে সেপ্টেম্বর ২০২১