১ম পক্ষ
সাবধান
প্রতিপক্ষ
পাকিস্তানি নয় করোনা
বন্দীত্ব আবার অর্ধশত বছর পর
পোস্তগোলা থেকে মাওয়া
পালাও পালাও
ছুট ছুট।
২য় পক্ষ
হঠাৎ
বন্দীশালা
জেল নয় বাসা কয়েদখানা
বউয়ের অংগুলি তো জেলের লাঠি
মধুর চড়ুইভাতি না না
নিজ ঘরে কর্ম
মেহনত।
৩য় পক্ষ
গ্রাফে
রেখা উর্ধ্ব
অদৃশ্য সুনামির থাবা
দেখ ভেলকি সব মানব-রাজ্য জয় করোনার
ধিন তা তা ধিন গোবরে পোকা
শীত কি উষ্ণ
ভু'য়ে।
৪র্থ পক্ষ
পন্ডিত
রাজ্যে রাজ্যে
পাশ গবেষণা পরীক্ষায়
টিকার লাইনে হাজারো মানুষ দাঁড়ায়
মুকুট সে হারাবে নিশ্চয়
রেখে যাবে
তার আঁশ।।
নড়াইল, ১৫ই ফেব্রুয়ারী ২০২১