স্বজনে স্বজনে সৃজন
কূজনে গর্জনে ঘাড় ফুলিয়ে
কেউবা কেশ দুলিয়ে প্রেমের নাচুনে
অথবা, হোমরা মুখ কোনো ফুলিয়ে গোমড়া
কপিরাইট নিয়ে আমাদের ফাইট আবহমান...
পরম্পরায় টাইটে টাইটে ফাঁস গেলো কেটে;
নেপথ্যের বেদব্যাস মহর্ষি নয়
কৃষ্ণ-অর্জুনই টিকে রয় দেয়ালে, কথ্যের সব ঠোঁটে
মৌসুম কালের শনৈ: শনৈ: ডাইনী সখীর গুগলি ইঁদুর দাঁতে
কাটতে কাটতে দুধেভাতে,
"রইলো বাকি এক"- শুধুই এক মুখখোলা সুজন ।।
২রা জুলাই ২০২৪
কৃতজ্ঞতা: "হারাধনের দশটি ছেলে...মারতে গেল ভেক,/ একটি ম’ল সাপের বিষে/ রইল বাকি এক।", প্রখ্যাত শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার (১৮৬৬- ১৯৩৭)