দিলে কিল মাথায় খিল
পাঁচটা লাগাই ফিরতি ঘুষি
প্যাঁচটা খুলতে ম্যাচটা ফসকে একটু বিরতি;
ক্যাম্পাসে কলম্বাস দিক হারায় কম্পাস
পুলিশের সাথে মল্লের কসরতে হাটুর গিঁরে যায় খুলে,
তারচেয়ে ঢের ভালো
সাদাকালো ভেদ নেই সকলে সফেদ,
জাতিগত ভোগেরত তামাশা- কষ্টের আমাশা।
মানবতা আয় আয়
গাজা নয় সাজা একসাথে হাঁটি
আমায় চুলকে দিবে চালাক চিন্ময় যাক চুলোয়।
ভালোবাসা বুঝতে চলো
গংগা-পদ্মা পাড়ে খাবে আসো বৈশাখী কটকটি।
৫ই মে ২০২৪