দু'দিকে ধারা
একদিকে ঢাল তার ঘনতল
বরফি কাঁটা বদ্বীপের তেকোনা বরফিতে আঁকা পট।
বলদ নিয়ে ঘুরে, চরকা ঘুরে
যেমন ঘুরে অবুঝ-নির্বোধ চাষারা, সর্বদা খুঁজে খুশি।
কেউ ভাবতেই পারে- কৌশলে ঘুরিয়ে ধারা
কেমন হয় অথবা ইতিহাসে এমনিতেই হয় চৌরাস্তা
হোক সভ্যতা বা অসভ্যতা!
চৌরাস্তা দখলের অভিজ্ঞতা কার বেশি?
২২শে মে ২০২৩
অনুপ্রেরণা ও উৎসর্গ: আসরের প্রিয় কবি বিভূতি দাস এর আজ, ২২শে মে ২০২৩ তারিখে লেখা 'পাওনা বুঝে নাও' কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখা এবং প্রিয় কবি কে উৎসর্গ।