অভাবীদের আন্দোলনে
অভূতপূর্ব একতা, সব অভাবী এক হও...
গরীব দেশে কামেল মুদ্রা পাঠাও...

অদ্ভূত সাড়া...
আমদানি রফতানিতে থলে চলে বদলে,
মহাজনের প্রশস্ত হাসিতে নড়াচড়া...
আকাশে বাতাসে সর্বত্রই ভেসে চলে-
মারহাবা! মারহাবা!

চোরের চোরকে নিয়ে শ্বাশত ভাবা-
মাসতুতো ভাই! চোখের ইশারায় কথা।

চোর বানিজ্যে প্রথম আলাপ তাই, চোরতন্ত্র;
মনে হয় এ যেন, অভাবীদের না-জানা মন্ত্র!

চোর যে এখন কোথা!
যাহোক কোষাগারের পাকতন্ত্রে
ইউক্রেনীয় চিনচিন ব্যাথা;
ছন্নছাড়া চোর পোলাপান নিয়ে মহাচোরদের মলব্যথা!

উচিৎ শিক্ষার ফলাফলে শুধু পাকাচোর খেতাবি নয়,
অলিভ মুকুটে মেধাবী শিক্ষানবিশ পাবে
চৌর্য সাম্রাজ্যের দায়।

সহজ শর্তে বদলে থলি লেবেল এঁটে-
ব্যাঙ্কার সে গরীব নয়, খুলে খাতা,
মেধা উন্নয়নে চোরের শিক্ষাযাত্রা... "মেইড ইন..."

ইস্টার সামনে, মহাচোরের মহাধ্বনি, "গেইট ইন!"

৫ই অক্টোবর ২০২৪