ঢলে যাবে পানির তলে চরের বালি
কিষাণীর ব্যস্ত হাতে আলগোছে আলগা 
পদ্মার বাঁধে রোদ হাওয়া পাবে বাদামের থলি
ব্যাপারী নিবে কড়ির তেলে হাহাকার লাগা
চর খালি শুধু ভরাবস্তা যাবে রাজধানীর বাদামতলি।

কাঠালবাড়ি ঘাট, পদ্মা, ৮ই জুন ২০২২