কথা বলা পথ চলা
অবারিত পলিতে মেহমান গলিতে গলিতে
একসাথে বাস হতে পারে ক্ষীনকাল বৈঠকে বসা
স্বাধীনতায় কথা বলা
একসাথে পথ চলা
অতিথি পাখিরা যেমন বাংলায় চরে
ভালোবেসে মাখামাখি বাংলার জলে
আশ্রয় পল্লীতে শিরিষের ডালে হরেক জাতের পাখি
হোক সে আফগান, ওমানি, ইরানি
বা আজকের অতিথি রোহিঙ্গা
সহস্র বছর একসাথে চলা অতিথি ফেরিওয়ালা
মাঠ যাবে ঘাট গেছে বসতভিটা
তবু চলে মধুমতী চনমনে
অতিথি পাখিদের সাথে পথ ধরে বাংলার যুবা
স্বল্প পুঁজি চনমনে পাঠ চাইনিজ-রাশিয়ান স্কুলে
চনমনে আলাপে বাংলার ফেরিওয়ালা
সারাদিন শালিকের কুমকুম বচসা
আবার বৈশাখী মেলায় চাখে তারা ভালোবাসা বাতাসা
হঠাৎ বুঝি পালিয়ে গেছে কোনো আসমানে চনমনে হতাশা
দেখে মনে হয় কপটতা করেছে বাসা
মধুমতীর দু'কুলে নেই ভরসা
ঝুলিতে নিবিড় ভালোবাসা
দেমাগি বাংলা চনমনে চলে..