মাটির টান, মায়ের কোল ছেড়ে যাবে মেয়ে;
যাবে ছেলে, মনে তার জিজ্ঞাসা না ভয়-
অধ্যয়ন- তপস্যা না দুরাচারের জয়!
চলছে যে আর্থিক সংকট; গোলযোগ-বয়কট।

কথা কয়- বাড়ির হলুদ জবা তার সখা।
শাখা, প্রিয় কুকুরের লেজ আন্দোলনে
অপলক বিনিময়, বার্তার খোঁজ আনমনে।
কতদূর ছড়াতে পারে তার প্রশাখা?

এঁদের ওঁদের শুধায়- নিরাপত্তা কোথায়?
সবশেষে মিলে বন্ধু- বন্ধু সে মিলায়।
চল যাই একসাথে, ওই বুনো কচু বনে;
বাঁদরামি করে- ঘরে ফের ফিরবো শেষে।

ডিগ্রির তকমা সব লেমিনেটিংএ সেঁটে
ছিঁড়বোরে সিঁকে, বটতলার আড্ডার পাঠে।
শাসন-প্রশাসন আসনে গাড়বো ঘাঁটি
বন্ধুরা আয়- মিলে আয় সেই সন্ধি আঁটি।

খুলনা, ২৪শে জুন ২০২৩