যাদের অনেক ব্যস্ততা,
আমি লজ্জায় সরে যাই; গল্প থেমে যায়।
অনেক অভিজ্ঞতায় যারা প্রেমের নায়িকা-নায়ক ;
না, নই আমি তাদের গায়ক।
ছেঁড়া রুটি ছিটিয়ে তাদের পানে,
কাক লাফিয়ে আসে;
ভালোবাসা হাসে, ভালো লাগে।
আবর্জনা হবার আগে ছেঁড়া রুটি খুঁজি ;
কাকদের ডেকে বলি, আমাদের স্বভাব ধরে রাখি।
কাক তুমি বন্ধু হলে, আবর্জনার হবে হিল্লে।।
২৮শে ফেব্রুয়ারি ২০২৪