কাঠের আর্তচিৎকার!
সামলাতে ঘরোয়া ঐতিহ্যের বর
পেরেক ঠুকে গৃহস্ত
পেটায় হাতুড়ি, চৌকাঠে পর পর, একটার পর..
কষ্টে ছিন্নভিন্ন কাষ্ঠের আঁশ;
বিকট আওয়াজে যেমন, করুণ নিপীড়ন নাদে সমাজ..
আজ যে, চড়ুইভাতি!
অত্যাচারী অন্তরালে, ফাঁকা ভিটা ঘরদোর।
অবরুদ্ধ কিচিরমিচির- মুক্তির প্রকম্পনে
চিরুনীর অগুণতি ফাটল ধরে ভেঙে পড়ে সাজ।
৬ই ফেব্রুয়ারি ২০২৫