নাগরিক হয়ে উঠছে ভাপা বা চিতাই;
বেশ কিছুদিন ধরে-
গ্রামীণ পিঠাপুলির শহর যাচাই।
অভিবাসন হোক না দ্বিমুখী।
চিতাই ফুললে যেমন মিঠারসে রসিয়ে খাও,
শহর মাঝে হতে পারে-
সবুজে গোচারণ বা সর্ষে চোখে শস্যভূমি বহুমুখী।
সদর্পে গাঁয়ের ছেলের অভিবাসন আলিশান চেয়ারে।
চার গর্তের মাটি খোলার স্মৃতি তার হয়নি চুরি,
গর্তে গর্তে ভরলেও
গড়লেও সম্পদ, কেন যেন স্বাদে- লাগে যে ভারী!
১৪ই জানুয়ারি ২০২৫
কৃতজ্ঞতা: "গ্রামীণ পিঠাপুলির নাগরিক হয়ে ওঠা", রিপোর্টার শেখ সাইফুর রহমান, নকশা, দৈনিক প্রথম আলো, ১৪ই জানুয়ারি ২০২৫।