হবে কেমন, কোরবানির ত্যাগ-ভাগ;
"চাঁদে কলঙ্ক আছে যেমন"!
বাদল দিন, তবুও জোছনা চাই।
ভিসাতে দাগ, কূট চালে কয় ভাগ!
তবুও থাক-
আমার চলন, মোড়ের দোকান, দোকানীর বাক।
সব্বার ক্ষুধা, আমার মতো নাই!
কৃতজ্ঞতা : "চাঁদে কলঙ্ক আছে যেমন", গীতিকার নজরুল ইসলাম বাবু'র লেখা ও বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী'র জনপ্রিয় বাংলা গান।
২রা জুলাই ২০২৩