চানাচুর...খেলেই হবেন চুর।
ভেল্কি দেখেন, ভেল্কি শেখেন।
বানর ভেল্কি, মজার উপভোগ, সাথে চানাচুর।
মরিচ-লবণের চেনাজানা মশলা,
পেটের বেদনার হোক না এক পশলা,
বিশ্ব জুড়ে, মাটির নীচের ঘুমিয়ে পড়া পাঠশালা,
খুঁড়ে খুঁড়ে কেউ জাগিয়েছে তার চূড়..
ফেরিওয়ালা ফিরে মহল্লা, পাড়ায়- ঘটিগরম চানাচুর!
ভাজতে ভাজতে মচমচে সুর,
নেইতো সেইতো কসুর, খেলেই হবেন চুর।
দাঁতে দাঁতে হুতোশে ভাঙচুর..
সঙ ধরে এবার তামাশার রঙ, বেচে চানাচুর...খেলেই হবেন চুর!
চারিদিকে মেলা, প্রতিযোগী মেলা;
চলছে ভারি ভেলকির খেলা, ভেলকিবাজি!
সাথে ফোটে আতশবাজি, উড়ছে কার ছাই?
নজর সবার গ্রন্থের দিকে-
ভাজে যদি,
খোঁজে যদি,
ভোজে যদি
নিজের টিকিটা এবার খুঁজে পাই।
২১শে জানুয়ারি ২০২৪