মরা-পচা ছিঁটানো খেয়ে,
ছোঁ মেরে- নিবো সুযোগ পেলে, ডিম চুরি করে,
সুযোগ পেলে ময়ুরের পেখম মেলে-
যারতার সাথে করবো ঘর;
আমি যে কাক মার্কা নারী বা নর।
হারামজাদা সব, ভদ্রলোকেরা বলে, জ্ঞাতিরা আমার!
সিংহলি কখনোই ছিলো না আমার মতো ঝাড়ুদার।
ডেকে যাবো, স্বভাবে
বা স্ব-অভাবে চেঁচাবো।
যতটা কর্কশ আমাকে শুনো- বদলেছে সময়,
আমিই সেই দুর্ভিক্ষের বুনো!
ফুল ঝেড়ে কাশফুল,
মাঘ শীতে ধূলোতো হবেই, চাই শক্ত আঁটুনির ঝাঁটা-
আর চাই একরত্তি নাকফুল,
বাঁচাতে কুল, গেয়ে যাবো একাত্মা- 'আমি বনফুল'!
আমার উদরে লাগলে টান-
যারা আছো বনেদি গৃহস্ত- উঠোন হবে ময়লা, সাবধান!
ভরে যাবে কর্কশ ডাকে, যেমন-
এখন যে কারা চেঁচায় কোন তালে,
জোর করে "মাগো, আমাগো" ডেকে ডেকে।
সবসময়ই গৃহস্ত-মহাজন গহীন নিরাপদে, নয় চামচিকে!
ঢাকা, ৫ই অক্টোবর ২০২২