চৈত্রের দাহে মন আমার রুষ্ট, অব্যক্ত;
ছাইচাপা আগুনের মতো।
ভয় হয়, ভাষাগুলো কখন ছাড়া পাবে!
ভয় থেকে জয়
নিজকে করি ক্ষয়
পটপট আওয়াজে অস্তিত্ব বিনাশী স্ফূলিঙ্গ।
আলো পেলে, বায়ু পেলে, পানি পেলে যদি থাকি পুষ্ট-
কে করে আমারে পুষ্ট!
মেলবো পাখা, সৃষ্টির শ্বাসে-
তেলের তিল-সরিষার ক্ষেতে।
যেভাবে ক্ষেতি আগুন দেয়, নতুন বীজ ফ্যালে।
বাড়বে পাটের ঝাড়- বানের পানিতে
জড়াবে ভাষার তন্তু- খড়ির শরীরে
আবারও যাবো সেই তিমিরে- ছাইচাপা আগুনে!
নড়াইল, ৫ই এপ্রিল ২০২২