পুরনো বন্ধু চা পাতার গন্ধে ও স্বাদে
জীবনকে ফিরায়
কৈশোরকে ফিরায় দূরন্তপানা হারানোর বেদনায়-
চলো কাঁদি একসাথে।।

গোপালগঞ্জ, ১৭ই সেপ্টেম্বর ২০২০