ভালোবাসা খুঁজতে
সকাল ছটার আগে
সংগ্রাম ধাপে ধাপে সিঁড়িতে...
কেয়ারটেকার লিফট চালু করে নি!
আরও এগিয়ে চরণে
সাথে ছোট নাতনির নানী
নিলাম বরণে বাড়িওয়ালীর কর্কশ চিতকার-
আদেশ ও ক্ষমতার আলোচনা কেনো নয় আগেভাগে।
তিনি অতি মানবিক উদার,
ভালোবাসার ভান্ডার,
ঝন্টু মন্টু শুধুই কেয়ারটেকার, ভাগ নেই তার ক্ষমতার।
ক্ষমতার...ভালোবাসার...মানবিক উদার...
কেয়ারটেকার...ভাগ নেই ক্ষমতার...জোকার..
লিফট দিতে দরকার ক্ষমতার।।
শুভ সকাল ও ফাগুনের শুভেচ্ছা।
১৪ই ফেব্রুয়ারি ২০২৪