একজনের ডাকে আরেকজন।
তারপর শত শতজন...হলো তো বসতি !
মরণ কামড়ের অনুজীব বা পিছলা শৈবাল
অথবা সভ্য প্রবাল ও জনপদ
এ তো জানা! আরও জানা আন্ত:বেসাতি।
আমার নেশা, বুদ্ধি দিয়ে খোদাই।
পুরনো কিছু পেলে প্যাকেটে মুড়ে
যত্নে লেবেল এঁটে খোদিত হবে আমার নাম;
কেউ না কেউ করবেই সদাই!
আমি যে বুদ্ধিজীবির নাতি।
১৮ই ডিসেম্বর ২০২৪