ও বউ বোতল কই
তেলতো কমে নাই দাম নাকি পড়েছে
কি যে হচ্ছে, বোতল কই

কোকাকোলা'য় নতুন সুরে ফেনা
শ্রোতারা কি কেনা, খেয়েই যাচ্ছে
আমার বোতল কই

দম নাকি পড়ছে
বিদ্যুৎ আসে আর যায়
মিটার কম ঘুরে তেলে যদি চলে যায় জেনারেটর চললে
সুর-গান-ছন্দগুলো চলে বোতলের তেলে
আমার বোতল চাই।।

ঢাকা, ২১শে জুলাই ২০২২